মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
‘ক্রীড়ায় বিকশিত হোক তারুণ্য’ এ শ্লোগানকে সামনে নিয়ে মঙ্গলবার বিকেলে মাগুরার শ্রীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম মুক্তমঞ্চে ৫১তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা-২০২৩ এর শুভ উদ্বোধন, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহনে দু’দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহীন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার। এ ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নকিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, শ্রীপুর সরকারি এম,সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শামীমূল ইসলাম । এসময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার সুলতান আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মনিরুজ্জামান প্রমুখ। আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।