মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর সেন্টাল কিন্ডার গার্টেনের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে স্কুল চত্বরে শ্রীপুর সেন্ট্রাল কিন্ডার গার্টেনের অধ্যক্ষ শিশির শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু, শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সিরাজুল ইসলাম টোকন, স্কুল পরিচালনা পর্ষদের সদস্য গোলাম মোর্শেদ টুকু, সুভাস চন্দ্র বিশ্নাস, বীর মুক্তিযোদ্ধা গাজী শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক প্রমুখ।
শ্রীপুর সেন্ট্রাল কিন্ডার গার্টেনের অধ্যক্ষ শিশির শিকদার বলেন, যারা এ বছর ভালো ফলাফল করতে পারেনি, তারা আগামী বছরের শুরু থেকেই বেশি করে পড়াশোনা করবে, যেন বছর শেষে ভালো ফলাফল লাভ করতে পারে।
ফলাফল অনুষ্ঠানে প্রত্যেক শ্রেণির প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারীদের হাতে বার্ষিক পরীক্ষার ফলাফল এবং পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে শিক্ষক ও অভিভাবক সদস্যরা উপস্থিত ছিলেন।