মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে রোববার বিকেলে চৌগাছী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে চৌগাছী-গোয়ালদহ সম্মিলিত মানব কল্যাণ তহবিলের উদ্যোগে অবহিতকরণ কর্মশালা ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চৌগাছী-গোয়ালদহ সম্মিলিত মানব কল্যাণ তহবিলের সভাপতি আমেরিকান প্রবাসী কাজী মোস্তাফিজুর রহমান।
চৌগাছী-গোয়ালদহ মানব কল্যাণ তহবিলের সাধারণ সম্পাদক ইমরুল ইসলাম ডাবলু’র সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চৌগাছী-গোয়ালদহ সম্মিলিত মানব কল্যাণ তহবিলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম, চৌগাছী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আযাদ, সমাজসেবক ও চৌগাছী বহুতল কমপ্লেক্স ইদগাঁয়ের সভাপতি মো. আলম বিশ্বাস, সমাজসেবক কাজী মিজানুর রহমান, অধ্যাপক আব্দুল ওয়াদুদ বিশ্বাস, অধ্যাপক মোস্তাফিজুর রহমান, ইঞ্জিনিয়ার আবু হাসান, ব্যাংক কর্মকর্তা রকিবুল ইসলাম, চৌগাছী-গোয়ালদহ সম্মিলিত মানব কল্যাণ তহবিলের সমন্বয়ক শাহিনুর রহমান হিটু প্রমুখ।
চৌগাছী-গোয়ালদহ সম্মিলিত মানব কল্যাণ তহবিলের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান সমাজের অসহায় লোকেদের সহযোগিতা করার জন্য সমাজের বিত্তবান, সম্পদশালী ও বিভিন্ন পেশাজীবীদের এগিয়ে আসার আহ্বান জানান এবং বিভিন্ন সময়, বিভিন্ন অসহায়, দুঃস্থ, এতিমদের ও মসজিদ-মাদ্রাসা উন্নয়ন করার স্বার্থে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন এলাকা থেকে আগত অসহায়দের সহযোগিতার লক্ষ্যে দুঃস্থ, অসহায়, এতিম, টাকার অভাবে পরিক্ষার ফর্ম ফিলার্প করতে না পারা শিক্ষার্থীদের সহযোগিতা করা হয়।