মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ মাগুরা জেলা শাখার নবগঠিত কমিটির উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। মঙ্গলবার সকালে শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ মাগুরা জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি মো. নুরুউজ্জামান রাজু’র নেতৃত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সহ-সভাপতি মো. বিল্লাল হোসেন, হারুন শেখ, সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আকিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল্লাহ, মো. জুবায়ের, দপ্তর সম্পাদক মো. মিলন, সদসঢ় বাঁধন, মাহবুব, রেজা, মনিরুল প্রমুখ।