মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে আজ জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও চরগোয়ালপাড়া প্রতিবন্ধী দাখিল মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানার উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থা অত্র প্রতিষ্ঠানের সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।
আয়োজনের মধ্যে রয়েছে, ওইদিন পবিত্র কোরআন তিলাওয়াত ও দোয়ার অনুষ্ঠান, প্রতিবন্ধীদের আয়োজনে সকাল ১১ টায় শোভাযাত্রা, দুপুরে মাদ্রাসার শিশু ও প্রতিবন্ধী ছেলে-মেয়েদের জন্য ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র ও সহায়ক সামগ্রী প্রদান এবং বিকেলে তাফসিরুল কোরআন মাহফিল। চরগোয়ালপাড়া প্রতিবন্ধী দাখিল মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানার সদস্য ও সার্বিক তত্বাবধায়ক এইচ. এম আশরাফুল ইসলামের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে তাফসির পেশ করবেন রসুলপুর দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত হাফেজ মাওলানা আল্লামা আব্দুল মতিন নেছারী। এরই মধ্যে মাহফিলের প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তাদের এমন উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে শ্রীপুর প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও চরগোয়ালপাড়া প্রতিবন্ধী দাখিল মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানার সভাপতি শেখ মো. আব্দুল্লাহ বলেন, জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আমরা বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছি। এর মধ্যে রয়েছে, প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র ও বিভিন্ন সহায়ক সামগ্রী বিতরণ ও তাফসিরুল কোরআন মাহফিল। তাফসিরুল কোরআন মাহফিলে আপনারা সবাই আমন্ত্রিত। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউনিয়নের চেয়ারম্যান মসিয়ার রহমান, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিয়ার রহমান ও প্রধান দাতা সদস্য এ এম হাসান শহীদ নিশানসহ চরগোয়ালপাড়াবাসী আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করছেন তাদের সবাইকে ধন্যবাদ।