মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে প্রতিপক্ষের ধারলো অস্ত্রের কোপে গুরুতর আহত হয়েছে ওমেদ আলী (৪৫) নামে এক ব্যক্তি। মঙ্গলবার বিকেলে উপজেলার খামারপাড়া বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহত ওমেদ আলী উপজেলার শ্রীকোল ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি, ছোনগাছা গ্রামের চাঁদ আলী মেম্বারের সমর্থক ও মামাতো ভাই।
এলকাবাসী জানায়, তিনি খামারপাড়া হাটে কেনাকাটা করতে এসেছিলেন। এ সময় প্রতিপক্ষের লোকজন তাকে একা পেয়ে ধারালো অস্ত্রের কোপে তার পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে দেয়। এছাড়াও শরীরের বিভিন্ন অঙ্গে এতোপাথারি কুপিয়ে গুরুতর আহত করে। গুরুতর আহত ওমেদ আলীকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ জাব্বারুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। প্রাথমিক তদন্তে কয়েকজনের নাম পাওয়া গেছে, তদন্ত ও গ্রেফতার করার স্বার্থে তাদের নাম বলা যাচ্ছে না।