মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে কলেজ ছাত্র রাহাত (২২) নামে এক যুবককে মারধরের মামলায় সব্দালপুর ইউনিয়নের ইউপি সদস্য আবুল কাসেমসহ ৫ জনকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। রাহাত মাগুরা সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। বৃহস্পতিবার মাগুরা বিজ্ঞ আদালতে আসামী পক্ষের আইনজীবী জামিন আবেদন করে। বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে, আসামীদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। মামলার অন্যান্য আসামীরা হলেন, মনিরুল ইসলাম, রিমন বিশ্বাস, রাজু আহম্মেদ ও আসিব বিশ্বাস। এছাড়া এ মামলার আসামী নাঈম হোসেন পলাতক রয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আছাদ মোল্যা ও ইউপি সদস্য আবুল কাসেমের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে আসাদ মোল্যার কলেজ পড়ুয়া ছেলে রাহাতের উপর ক্ষিপ্ত হয় এবং মারার ষড়যন্ত্র করতে থাকে এবং ১ লাখ টাকা চাঁদা দাবি করে। বিষয়টি এলাকার গণ্যমান্য বৃক্তিদের জানালে আসামীরা আরো ক্ষিপ্ত হয়। ঘটনার দিন রাত সাড়ে ৩ টার দিকে রাহাত প্রকৃতির ডাকে বাইরে গেলে তাকে অপহরণ করে পাশ্ববর্তী বাঁশ বাগানে নিয়ে যায়। এ সময় তাকে হকিস্টিক, লোহার রডসহ অন্যান্য অস্ত্র দিয়ে মারধর করে। এ সময় তার কাছ থেকে স্বর্ণের চেইন, আংটি ও পরিবারের কাছ থেকে ২০ হাজার টাকা চাঁদা নিয়ে যায় আসামীরা।