মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত। সোমবার সন্ধ্যায় শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মশাল মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক সমীর কুমার চক্রবর্তী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাবেশ ও মশাল মিছিলের নেতৃত্ব দেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাসদের সহ-সভাপতি কবি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, জেলা জাসদ নেতা আমীন উদ্দিন, জেলা জাসদের যুগ্ম সম্পাদক মৃধা খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান ফিরোজ, নারী জোটের আহ্বায়িকা ও জাসদ নেত্রী এ্যাড. আমেনা খাতুন লাবণী, শ্রীপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক নূরুল আমীন, জাসদ নেতা আবু হানিফ, উপজেলা জাসদের সহ-সভাপতি নিরাপদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মীর আব্দুর রাজ্জাক রাজা।
মিছিলের আগে বক্তব্য প্রদান করেন জেলা জাসদের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় জাসদ নেতৃবৃন্দ বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় জাসদ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার যে আজন্ম লড়াই-সংগ্রাম চালিয়ে যাচ্ছে সেখান থেকে একবিন্দু সরবে না। এ বিষয়ে কোনো আপোষও করবে না, একই সাথে সুশাসনের স্বপক্ষে জাসদ সদা সোচ্চার থাকবে।
জাসদ নেতৃবৃন্দ আরও বলেন, বাংলাদেশের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অন্যতম সমস্যা দুর্নীতি এবং সিন্ডিকেট। সিন্ডিকেটের কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে। সকল ধরনের সিন্ডিকেট গুড়িয়ে দেওয়া এবং মুক্তিযুদ্ধের চেতনার পুনর্জাগরণ ঘটিয়ে সব ধরনের অপশক্তি রুখে দেওয়ার আহ্বান জানান তারা।