মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে চৌগাছী মরহুম ভাদু বিশ্বাস স্মৃতি সংঘ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মো. শাহিনুর রহমান হিটোর সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় চৌগাছী মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় মরহুম জয়নাল আলী মৃধা স্মৃতি সংঘ বনাম মরহুম আব্দুল জব্বার শেখ স্মৃতি সংঘ অংশ গ্রহণ করেন। মরহুম জয়নাল আলী মৃধা স্মৃতি সংঘ ৩-১ গোলে মরহুম আব্দুল জব্বার শেখ স্মৃতি সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
মাগুরা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও দ্বারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলম বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল গনি শাহীন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর, মাগুরা জেলা পরিষদের সদস্য আরজান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান, দ্বারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নওয়াজেশ বিশ্বাস, সাধারণ সম্পাদক শিহাবুল ইসলাম, দ্বারিয়াপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যক্ষ ও লেখক আতিয়ার রহমান, চৌগাছী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আযাদ, দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নবুয়ত আলী প্রমুখ।