বিশেষ প্রতিবেদক-
মাগুরায় বাংলাদেশের বহুল বিক্রিত স্বনামধন্য ব্রান্ড বেঙ্গল মোবাইলের ডিলার
ওপেনিং অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে মাগুরার বেঙ্গল মোবাইলের পরিবেশক এস কে ডিস্ট্রিবিউশনের উদ্যোগে শহরের বৈঠকখানা চাইনিজ রেস্টুরেন্টের কনভেনশন রুমে এ মোবাইল ডিলার ওপেনিং অনুষ্ঠিত হয়। মাগুরার এস কে ডিস্ট্রিবিউশনের চেয়ারম্যান বিধান সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত ডিলার ওপেনিং অনুষ্ঠানে প্রধান
অতিথি ছিলেন লিনেক্স ইলেকট্রনিক্স বাংলাদেশ লিমিটেডের সিও প্রকৌশলী নাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বেঙ্গল মোবাইলের অ্যাসিস্ট্যান্ট ন্যাশনাল সেলস ম্যানেজার আসিফ ইকবাল চৌধুরী, এসএস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বাবুল
কুমার কুরি অন্যরা।
অনুষ্ঠানে লিনেক্স ইলেকট্রনিক্স বাংলাদেশ লিমিটেডের সিও প্রকৌশলী নাহিদুল ইসলাম বলেন- বেঙ্গল গ্রুপের নিজস্ব কারখানায় উৎপাদিত বেঙ্গল মোবাইল বরাবরের মতো তার মানসম্মত পণ্য উৎপাদনে বদ্ধ পরিকর। অভিজ্ঞ কোয়ালিটি কন্ট্রোল টিমের সহযোগিতায় প্রতিটি মোবাইল উৎপাদনের সময় এর শতভাগ নিশ্চিত করা হয়। তিনি আরও বলেন- সমগ্র বাংলাদেশে পণ্যেও শতভাগ গ্রাহক সেবা নিশ্চিত করতে বেঙ্গল মোবাইলের ১৫টি সার্ভিস সেন্টার এবং ৪০টি কালেকশন পয়েন্ট কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে শেষে মাগুরা জেলার সকল খুচরা মোবাইল বিক্রেতাদের সাথে নিয়ে কেক কাটা হয়।