মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কবির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলীনুর মোল্যার সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক শেখ সালাউদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক পার্থ সারথি বিশ্বাস, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন সবুজ, মাগুরা সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনিচুর রহমান রাজু, সাধারণ সম্পাদক রিয়াদ মুন্না, পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অনুপ দত্ত, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিয়ার রহমান মন্ডল, উপজেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম সর্দার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফারুক হোসেন, সহ-সভাপতি শফিকুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক শাওন বিশ্বাস, প্রচার সম্পাদক এস এম অহিদ, দপ্তর সম্পাদক শফিউল্লাহ কর্নেল প্রমুখ।
আলোচনা সভা শেষে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া কামনা করা হয়।