মহসিন মল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বুধবার বিকেলে ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ সমাবেশে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান মোঃ হুমাউনুর রশিদ মুহিত, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, জেলা পরিষদ সদস্য ও যুবলীগ নেতা আরজান বাদশা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আলিনুর মোল্লা, উপজেলা ছাত্রলীগ সভাপতি বিএম আরিফুজ্জামান সাজ্জাদ প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দারিয়াপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর, আমলসার ইউপি চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস, সব্দালপুর ইউপি চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন, কাদিরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ লিয়াকত হোসেনসহ স্থানীয় আওয়ামীলীগের নেতা-কর্মীবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ আওয়ামী লীগের অংগ সংঠনের নেতৃবৃন্দ।