মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের দোসতিনা গ্রামের কৃতি সন্তান বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি বীরমুক্তিযোদ্ধা সাহেব আলী বার্ধক্যজনিত কারণে রোববার বিকেল সাড়ে ৩ টার দিকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, দুইপুত্র, এক কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বর্তমান ডিএমপির যুগ্ম কমিশনার অতিরিক্ত ডিআইজি মো. নুরুন্নবীর পিতা।
পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার বিকেলে রাজারবাগ পুলিশ লাইন মাঠে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। সোমবার সকাল ১০টায় খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাযার নামাজ শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।