মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলায় মশার কয়েলের আগুন থেকে কৃষকের গোয়াল ঘরে আগুন লেগেছে। এতে গোয়াল ঘরে থাকা একটি গরু ও তিনটি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে। গোয়াল ঘরটিও পুড়ে ছাই হওয়ার পাশাপাশি রান্নাঘর ও বতসঘর ভস্মীভূত হয়েছে। গতকাল গভীর রাতে উপজেলার আমলসার ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গ্রামের মৃত হোসেন শেখের ছেলে বারিক শেখ প্রতি রাতের মত গোয়াল ঘরে মশার কয়েল জ্বালান। গভীর রাতে ওই মশার কয়েলের আগুন থেকে প্রথমে গোয়াল ঘরের বেড়ার পাটকাঠিতে আগুন ধরে। আগুন দ্রুত পুরো গোয়াল ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় বারিক শেখের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই বারিক শেখের একটি গরু ও তিনটি ছাগল পুড়ে ছাই হয়ে যায়।
অসহায় কৃষক বারিক শেখ আজকের পত্রিকাকে জানান, তার অন্তত দেড় লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার শরীফ আমিনুল ইসলাম বলেন, এ বিষয়ে রাতে কেউ ফায়ার সার্ভিসকে অবগত করেনি। সকালে ফোন করে অবগত করে। এত বড় একটা ঘটনা তাদের উচিত ছিল তাৎক্ষণিক আমাদের অবগত করা। তবে মানুষের মধ্যে সচেতনার যথেষ্ট অভাব রয়েছে।