বিশেষ প্রতিবেদক-
সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর বলেছেন,
বেকার সমস্যা সমাধানে কারিগরি শিক্ষাকে আধুনিকায়ন ও উন্নয়নের জন্য শেখ
হাসিনার সরকার প্রয়োজনীয় সকল ব্যাবস্থ্যা গ্রহণ করেছে।
কারিগরি শিক্ষা প্রতিষ্টান প্রাঙ্গনে শিক্ষা ভবন নির্মাণ এবং রেজিস্টার ভুক্ত কারিগরি শিক্ষা
এমপিও ভুক্ত করা হচ্ছে। ফলে কারিগরি শিক্ষার মান উন্নয়ন সাধারন শিক্ষার সাথে তাল
মিলিয়ে এগিয়ে চলেছে। তিনি আজ মাগুরা পলিটেকনিক ইন্সটিটিউটের
গৌরবের ১ যুগ পূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন পুরাতন শিক্ষার্থীদের
পূর্নমিলনী অনুষ্ঠানে পলিটেকনিক ইন্সটিটিউট প্রাঙ্গনে আয়োজিত এক
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মাগুরা পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌ: মো: খোরশেদ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তৃতা করেন কারিগরি শিক্ষা অধিদপ্তর ঢাকা এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো: ওমর ফারুক, মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ফ.ম আব্দুল ফাত্তাহ, পুলিশ সুপার জহিরুল ইসলাম, সরকারী কলেজের অধ্যক্ষ আব্দুলহাকিম বিশ্বাস, মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু ও পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষক নেতৃবৃন্দ সহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃব্ধৃসঢ়;ন্দ। এ উপলক্ষে পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্র-ছাত্রীরা এক বর্নাঢ্য র্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠান শেষে এক মনোঙ্গ সাংকৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়।