মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে রবিবার বিকেলে উপজেলা লিগ্যাল এইডের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । জেলা লিগ্যাল এইড অফিস আয়োজিত এ মতবিনিময় সভায় উপজেলা লিগ্যাল এইডের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মোঃ ফরিদুজ্জামান ।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা লিগ্যাল এইডের সদস্য সচিব লিউজা-উল- জান্নাহ’র সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান আবদুস সবুর, কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন খান, সব্দালপুর ইউপি চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সালমা জাহান নিপা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রূপালী খাতুন, ওসি (তদন্ত) মোঃ মোশাররফ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোশাররফ হোসেনসহ উপজেলা লিগ্যাল এইড কমিটির অন্য সদস্যগণ ।
Like this:
Like Loading...