মাগুরানিউজ.কমঃবিশেষ প্রতিবেদক-
মাগুরা প্রেসক্লাবের সদ্য প্রয়াত সভাপতি অধ্যাপক মিহির লাল কুরিব স্মরণ সভা বুধবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে এক মিনিট নিরবতা পালন করেন সাংবাদিকবৃন্দ।
সিনিয়র সাংবাদিক ও দৈনিক খেদমতের সম্পাদক খান শরাফত হোসেনের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, খান গোলাম মোস্তফা মাকুল, আরজু সিদ্দিকী, সাইদুর রহমান, তরিকুল আনোয়ার, সরদার ফারুক আহমেদ, হোসেন সিরাজ, এ্যাড. অমিত কুমার মিত্র, লিটন ঘোষ, অলোক বোস, শফিকুল ইসলাম প্রমুখ।
স্মরণ সভায় জেলা সদর ছাড়াও জেলার সকল উপজেলার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা থেকে মিহির লাল কুরির পরিবারের হাতে সাংবাদিক কল্যাণ পরিষদের পক্ষ থেকে ১লাখ টাকা তুলে দেয়া হয়। উল্লেখ্য, মিহির লাল কুরি গত ১সেপ্টেম্বর ২০১৮ তারিখে স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
স্মরণ সভা পরিচালনা করেন মাগুরা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফিক।