মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলার ৩ নং শ্রীকোল ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে সোমবার দুপুরে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে ডাস্টবিন স্থাপন করা হয়েছে ।
উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল জান্নাহ’র পরিকল্পনায় ও চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটির বাস্তবায়নে এ ডাস্টবিন স্থাপন করা হয়েছে । এ উপলক্ষে শ্রীকোল ইউনিয়ন পরিষদ চত্বরে দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহ ।
শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাজার কমিটির সেক্রেটারী ডাঃ শাহাদাত হোসেন মোল্লা, ইউপি সদস্য লাভলু মোল্লা, নাসরিন সুলতানা, কাজী আমিরুল ইসলাম, মোঃ ওহিদুল ইসলাম, মোঃ শিহাব উদ্দিন, মোছা কুলকুল বেগম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিহাদ মিয়াসহ অন্যরা । উল্লখ্য উদ্বোধনী দিনে ২০ টা ডাস্টবিন, ১লক্ষ ২০ হাজার টাকা প্রদান করা হয় । এগুলো খামারপাড়া বাজারসহ গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হবে।