শ্রীপুরে বঞ্চিত মুক্তিযোদ্ধা পরিবারের পাশে সাহিবা-আবদুল আলী ফাউন্ডেশন। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর উপজেলার গোয়ালপাড়া গ্রামের এক বঞ্চিত মুক্তিযোদ্ধা পরিবারের পাশে দাঁড়িয়েছে সাহিবা-আবদুল আলী ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার বিকেলে প্রকৃত মুক্তিযোদ্ধা হয়েও মুক্তিযোদ্ধার তালিকায় অন্তরভূক্ত হতে না পারা বসির উদ্দিনের বাড়িতে গিয়ে মরহুমের ছেলে মোতালেব বিশ্বাসের কাছে এক কুইন্টাল চাল, ৫০ কেজি আটা, ১০ কেজি তেল, ১০ কেজি ডাল, ৫ কেজি লবণ ও নগদ ৫ হাজার টাকা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও আমেরিকা প্রবাসী বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবঃ) আবু বক্কর, শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাঃ মসিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা কাজী আলাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক কাজী তারিকুল ইসলাম, সমাজসেবক আবদুল করিমসহ অন্যরা।

সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবঃ) আবু বক্কর জানান, বসির উদ্দিন অত্যন্ত সাহসী মুক্তিযোদ্ধা ছিলেন। প্রশিক্ষণের জন্য একসঙ্গেই ভারত রওনা হয়েছিলাম। কিন্তু বসির উদ্দিনের শরীরিক অসুস্থতার কারণে ঝিনাইদহ থেকে ফিরে এসে শ্রীপুর বাহিনীতে যোগ দেন ও বিজয় অর্জন পর্যন্ত যুুদ্ধ করেন। অথচ তিনি আজ পর্যন্ত কোন তালিকাভুক্ত হতে পরেনি। কেন পারিনি তা বাধগম্য নয়। আগামীতে মরহুমের পরিবারের সদস্যদের জন্য যাবতীয় সহযোগিতা প্রদান করা হবে।

March ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

March ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: