মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাধীন দরিদ্র মহিলাদের জন্য সীমিত পল্লী সহায়তা প্রকল্প-২ এর আওতায় পল্লী উন্নয়ন সংঘ গঠন করা হয়েছে। উপজেলার পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি কিশোরী মেয়েদের নিয়ে পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে পল্লী উন্নয়ন সংঘ গঠন করা হয়। এ উপলক্ষে রোববার সকালে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সুদেব কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান লিটন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাইল হোসেন, পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার সরকার, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আসাদুল শেখ প্রমুখ।
প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন স্বাস্থ্য উপকরন বিতরন করা হয়।