মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলার চৌগাছী-গোয়ালদহ সম্মিলিত বিদ্যানিকেতন ও মানব কল্যাণ তহবিল বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ব্যাপক সাড়া জাগিয়েছে। বিভিন্ন কার্যক্রমের মধ্যে রয়েছে, সমাজের অসহায়, দুস্থ, এতিম, প্রতিবন্ধীদের সহযোগিতা ও সমাজ উন্নয়ন কাজে বিভিন্নভাবে সহযোগিতা করা। এরই মধ্যে এক বছর পূর্ন হয়েছে সংগঠনটির। চৌগাছী-গোয়ালদহ সম্মিলিত বিদ্যানিকেতন ও মানব কল্যাণ তহবিল এই দুই ভাগে বিভক্ত।
বিদ্যানিকেতন কার্যক্রমের মধ্যে রয়েছে, চৌগাছী-গোয়ালদহ সম্মিলিত বিদ্যানিকেতন প্রতিষ্ঠার মাধ্যমে সমাজের অসহায় বা অসচ্ছল পিতামাতার সন্তানদের লেখাপড়া কাজে সর্বাত্মক সহযোগিতা ও তাদের লেখাপড়া করানোর সমস্ত খরচ বহন করা ও তাদেরকে স্কুলমুখী করা ও তাদেরকে মানসম্মত শিক্ষা দানের মাধ্যমে গড়ে তোলা। ধর্মীয় শিক্ষা দানের মাধ্যমে ও নামাজ শিক্ষা দানের মাধ্যমে শৈশব বেলা থেকেই নৈতিকতার মাধ্যমে গড়ে তোলা। বিভিন্ন ক্রীড়ার আয়োজনের মাধ্যমে তাদের মননশীল চর্চায় সহযোগিতা করা।
আর মানব কল্যাণ তহবিলের কার্যক্রমগুলো হলো, সমাজের অসহায় লোকেদের আর্থিক ভাবে সহযোগিতা করা ও তাদের জন্য এখন পর্যন্ত প্রায় ৬ লক্ষাধিক টাকার ফান্ড তৈরি করা। অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ, ইফতার সামগ্রী বিতরণ, বস্ত্র বিতরণ, বিভিন্ন চিকিৎসার্থে ও ডাক্তার দেখানো মাধ্যমে সহযোগিতা করা। অসচ্ছল পরিবারের কন্যাদের বিয়ে দানে সহযোগিতা করা। এতিম বাচ্চাদের বস্ত্র ও অর্থের মাধ্যমে সহযোগিতা করা। রক্তদানে সহযোগিতা করা ও রক্তের গ্রুপ নির্ণয়ে বিভিন্ন ক্যাম্পেইন করা ও যুবক সম্প্রদায়ের উদ্বুদ্ধ করা। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও রাস্তাঘাটে বৃক্ষরোপণ করা। বিভিন্নভাবে সমাজের লোকের উদ্বুদ্ধ করে বিভিন্ন অপকর্ম থেকে বিরত রাখার স্বার্থে মুরব্বিদের নিয়ে আইনশৃঙ্খলা বৈঠক করা।
এ বিষয়ে সংগঠনটির প্রধান সমন্বয়ক মোঃ শাহিনুর রহমান হিটো বলেন, সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে আমরা অসহায়, দূস্থ ও দরিদ্র পরিবারের পাশে আমরা দাড়ানোর চেষ্টা করছি। এরই মধ্যে বিভিন্ন কার্যক্রম আমরা হাতে নিয়েছি। চেষ্টা করছি সংগঠনের মাধ্যমে আমরা সমাজের সহায়ক ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়ানোর।