মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শালিখা থানা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷আজ রোববার শালিখা থানা চত্বরে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বিশারুল ইসলাম৷ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ৷


বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) মোঃ হাফিজুর রহমান,উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ মোঃ কামাল হোসেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল হাসান,সহকারী কমিশনার (ভুমি) তিথি মিত্র,উপজেলা আ.লীগের সভাপতি, আ্যডঃ শ্যামল কুমার দে,সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) মোঃ ইলিয়াছুর রহমান শিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাঃ মোঃ আব্বাস উদ্দীন,উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আবু হানিফ সহ শালিখা থানার সকল পুলিশ কর্মকর্তা এবং উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও জনপ্রতিনিধিগণ,বিভিন্ন রাজনৈতিক,ব্যবসায়িক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ৷ ইফতার মাহফিল পূর্বে দোয়া মাহফিল পরিচালনা করেন, শালিখা উপজেলা কেন্দ্রীয় মসজিদের খতিব মোশারফ হোসেন কাসেমী৷
Like this:
Like Loading...