মাগুরানিউজ.কমঃ আশরাফ হোসেন পল্টু –
শ্রীপুরে বিপুল ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার কাজলী গ্রাম থেকে হামিদুল বিশ্বাস (৩৫) নামে ওই ইয়াবা ব্যবসায়ীকে ১৯০ পিচ ইয়াবাসহ আটক করা হয়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহাবুবুর রহমান জানান, উপজেলার কাজলী গ্রামের শহর আলী বিশ্বাসের পুত্র হামিদুল বিশ্বাস(৩৫) দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্য গোপনে বিক্রি করে আসছিল। এ অভিযোগের ভিত্তিতে পুলিশ একাধিকবার তার বাড়িতে অভিযান পরিচালনা করেও তাকে আটক করতে সক্ষম হয়নি। বৃহস্পতিবার সকালে গোপন খবরের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে হামিদুল বিশ্বাস বিপুল পরিমান ইয়াবাসহ নিজ বাড়িতে অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান পরিচালনা করে ১৯০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। শ্রীপুর থানায় মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।