মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের বরিশাট পূর্বপাড়া গ্রামে আগুনে পুড়লো কৃষক জালাল মোল্লার শেষ সম্বল। গতকাল রাত সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। পরে স্থানীয় লোকজন ও শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম। ততক্ষণে আগুনে বসতঘর, রান্নাঘর, বিছলীর মাঝা ও নগদ ৯ হাজার টাকা পুড়ে যায়। এতে আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
কৃষক জালাল মোল্লা বলেন, গতকাল বাড়ির পাশে পূর্বপাড়া নতুন মসজিদে মাহফিল চলছিলো। বাড়ির সবাই মাহফিল শুনতে গিয়েছিলাম। ঈশার নামাযের সময় আমি বাড়ির দিকে আসতে দেখি আমার বাড়িতে আগুন জ্বলছে। আগুনে আমার সবকিছু শেষ হয়ে গেছে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের সাব-স্টেশন মাষ্টার অমল কৃষ্ণ বসু বলেন, সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।