মহসিন মোল্যা,বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলা সমাজসেবা কার্যালয় চত্বরে গতকাল রবিবার বিকেলে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ সভাপতিত্ব করেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাজমুন নাহার, শ্রীকোল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, দ্বারিয়াপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুস সবুর, কাদিরপাড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আইয়ুব হোসেন খান, সব্দালপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি বি.এম আরিফুজ্জামান সাজ্জাদ প্রমুখ।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, নিবন্ধিত সংগঠনের প্রতিনিধিগণসহ উপজেলার বিভিন্ন ক্যাটাগরীর ভাতাভোগী নারী-পুরুষ উপস্থিত ছিলেন।