আশরাফ হোসেন পল্টু, বিশেষ প্রতিবেদক-
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দীর্ঘ দেড় বছর পর সরকারি ঘোষণা অনুযায়ী
মাগুরা জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে রবিবার সকাল থেকে শ্রেণি কক্ষে পাঠদান
শুরু হয়েছে। মাগুরা জেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আলমগীর কবীরের নেতৃত্বে
প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণের লক্ষ্যে গঠিত টিম বিভিন্ন শিক্ষা
প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। শ্রীপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখা গেছে, সকাল ৯ টা থেকেই শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রীরা মুখে মাস্ক পরিহিত অবস্থায় শিক্ষা
প্রতিষ্ঠানে আগমন করছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ দ্বারে ইনফ্রাইড থার্মোমিটার দিয়ে শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে। এছাড়াও হ্যান্ড স্যানিটাইজার ও জীবাণুনাশক স্প্রে দিয়ে হাত ধোয়ানো হচ্ছে। সরকারি ঘোষণা অনুযায়ী কয়েকদিন ধরেই সকল শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাস, শ্রেণিকক্ষ, লাইব্রেরি, ল্যাব, কমন রুমসহ বিভিন্ন কক্ষ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা হয়েছে।
এবিষয়ে উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার সুলতান আহম্মেদ, শ্রীপুর
সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল সাহা, শ্রীপুর সরকারি এম,সি পাইলট মাধ্যমিক
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীমুল ইসলাম, গোপালপুর সরকারি
প্রাথমিক বিদ্যালয় ও খুলনা বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ট প্রধান শিক্ষক মোছাঃ নাজমা খাতুনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ স্বাস্থ্যবিধি ও পাঠদান সম্পর্কে তাদের অনুভুতি ও ভবিষ্যত কর্মকান্ড সম্পর্কে আলোকপাত করেন।