মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শালিখা উপজেলা আওয়ামীলীগের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আজ সারাদিন নানান কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শ্যামল কুমার দে সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ২ আসনের মাননীয় সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার এমপি (সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসুদেব কুন্ডু সাবেক সহ-সভাপতি মাগুরা জেলা আওয়ামীলীগ, এ্যাড. কামাল হোসেন চেয়ারম্যান উপজেলা পরিষদ শালিখা। এ ছাড়াও উপস্থিত ছিলেন শালিখা উপজেলা আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতা-কর্মীরা।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. শ্রী বীরেন শিকদার এমপি বলেন, নীতি আদর্শ বিহীন দল ক্ষমতায় যেতে পারে না। যে দলের কর্মসূচি নেই সেই দল ছোট খাটে বিষয় নিয়ে আন্দোলন করে ক্ষমতাই যেতে পারবে না। বিএনপি শুধু ছোট- খাট বিষয় নিয়ে আন্দোলনে ঝাপিয়ে পড়ে। তাদের দলের নেই কোনো কর্মসূচি যার জন্য তারা শুধু আন্দোলন করে। তিনি আরো বলেন, যার জন্ম না হলে আমরা সোনার বাংলা পেতাম না সেই মহান নেতার শাহাদাত বার্ষিকীতে তার আত্মার শান্তির জন্য আমরা দোয়া করবো। বঙ্গবন্ধু যে সোনার বাংলা দেখতে চেয়েছিলেন আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে সেই সোনার বাংলা গড়তে পেরেছি। দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবো। যারা দেশ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত তাদেরকে রুখে দিতে হবে। ষড়যন্ত্রকারীদের আশ্রয় এই সোনার বাংলায় হবে না।
Like this:
Like Loading...