মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শালিখা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ১২৬ বোতল ফেন্সিডিল সহ দুই মহিলা মাদক কারবারিকে আটক করেছে ৷ আটক কৃত আসামী যশোরের শার্শা উপজেলার লাউতারা গ্রামের মোঃ নজরুল ইসলামের মেয়ে তানিয়া (৩২) ও জিরনগাছা গ্রামের মৃত হান্নান সরকারের স্ত্রী মোছাঃ রহিমা খাতুন (৫০)৷ শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ বিশারুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় গত ১৫ জুন যশোর-মাগুরা সড়কের আড়পাড়া সোনালী ব্যাংকের সামনে থেকে বেনাপোল থেকে ছেড়ে আশা বরিশালগামী জিএম পরিবহনে তল্লাসী চালিয়ে তাদেরকে ১২৬ বোতল ফেন্সিডিলসহ হাতে নাতে আটক করা হয়৷ আটক কৃত আসামীদের দিরুদ্ধে শালিখা থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে৷ আটককৃত আসামীদের আজ আদালতে প্রোরন করা হয়েছে৷