মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শালিখা উপজেলার সিমাখালী বাজারে ভারতীয় বিজেপি নেতা নুপুর শর্মা ও জিন্দাল এর শাস্তির দাবীতে মুসলিম তৌহিদী জনতা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। শুক্রবার জুম্মার নামাজের পর সিমাখালী বাজার মসজিদ হতে নবী প্রেমী তাওহীদী জনতা ধর্মপ্রান হাজার হাজার মুসল্লি বাজারের অলিগলি ঘুরে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন। নবী প্রেমী উৎসুক জনতা মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে অবমাননা করে বক্তব্য রাখায় বিজেপি নেতা নুপুর শর্মা ও জিন্দালের বিরুদ্ধে নানা স্লোগানে দেন।এ সময় উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের অনুসারীসহ গ্রামমহল্লার সাধারন মুসলল্লিরা অংশ নেন। মিছিল শেষে অবমাননা কারীদের এবং ইসলামের শত্রুদের শাস্তীর দাবী কামনা করেন বক্তরা।