মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
দীর্ঘ ১৮ বছর পর ১৫ সদস্য বিশিষ্ট শালিখা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
গত বুধবার মাগুরা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ সালাউদ্দিন এবং ১ নং যুগ্ন আহবায়ক মোঃ রিয়াজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটিতে সভাপতি মনোনিত হয়েছেন খুরশীদ আলম রনি এবং সাধারণ সম্পাদক মনোনিত হয়েছেন অনন্ত অপর অন্ত।
আংশিক কমিটিতে সহ-সভাপতি হয়েছেন নাজমুল হোসেন,শেখর সরকার, মোঃ জাহিদুর রহমান,ভক্ত বাবু, তাকরুল হোসেন।
যুগ্ন সাধারণ সম্পাদক হয়েছেন আল ইমাম রাব্বী,হাসান ইমাম সাংগঠনিক সম্পাদক হয়েছেন মাফিকুল মুন্সী,ইলিয়াস মুন্সী,রমিজ মিয়া। শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম,ত্রান ও দুর্যোগ ব্যাবস্থাপনা বিষয় সম্পাদক রফিকুল ইসলাম,উপ -প্রচার সম্পাদক হাসিবুর ইসলাম টুকু।
মাগুরা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শেখ সালাউদ্দিন বলেন, শালিখায় দীর্ঘ ১৮ বছর কমিটি নেই আমরা জেলার দায়িক্ত নেওয়ার পর যারা নিয়মিত আমাদের প্রোগ্রাম করেছেন এবং সাবেক ছাত্রনেতা ও আওয়ামী পরিবারের সন্তান তারাই কমিটিতে এসেছেন।আরও বলেন আমি আশা করি শালিখা ইউনিট কমিটি সুন্দর এবং শক্তিশালী কমিটি হয়েছে।
Like this:
Like Loading...