মনিরুল ইসলাম,বিশেষ প্রতিবেদক-
শালিখায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯(গ) ধারায় পরিমল শিকদার (৫০) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ শত টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত পরিমল শিকদার আড়পাড়া ইউনিয়নের বান্নাদহ গ্রামের মৃত মনমোহন শিকদারের ছেলে।পরিমল শিকদারের কাছ থেকে ১ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র এ দণ্ডাদেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক খবির আহমেদ, উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট সহকারী যুধিষ্ঠি বিশ্বাস প্রমূখ।