মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে পদ্মা নদীতে অবিলম্বে ট্যানেল নির্মানের দাবি জানিয়েছেন বৃহত্তর যশোর উন্নয়ন ও বিভাগ বাস্তবায়ন পরিষদ। দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের কষ্ট লাঘব, দেশীয় ও আন্তর্জাতিক ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়েছে।
বৃহত্তর যশোর উন্নয়ন ও বিভাগ বাস্তবায়ন পরিষদের সিনিয়র সহ-সভাপতি, বৃহত্তর যশোর সমিতি ঢাকা এর সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক কাজী রফিকুল ইসলাম বলেন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা আরো বেগবান করার লক্ষ্যে বৃহত্তর যশোর উন্নয়ন ও বিভাগ বাস্তবায়ন পরিষদের ১১ দফা দাবির অন্যতম দাবি হলো দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটে অবিলম্বে পদ্মা ট্যানেল নির্মাণ। আশা করি দ্রুততম সময়ের মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন হবে এবং দক্ষিণ – পশ্চিম অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের কষ্ট লাঘব হবে।