মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শালিখা উপজেলার শতখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আজ (১ জানুয়ারী) বিকাল ৩ টায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উদ্বোধন করেন সাংসদ ড. শ্রী বীরেন শিকদার।
চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে প্রতিদন্দিতা করেন কুল্লিয়া ফুটবল একাদশ,মাগুরা বনাম শেখ রাসেল ক্রীড়া চক্র,বাঘারপাড়া।
উক্ত ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্র ৩-১ গোলে বিজয়ী হন। উক্ত ফাইনাল ম্যাচ উপভোগ
করেন যশোরের বাঘারপাড়া উপজেলা ও মাগুরার বিভিন্ন এলাকার হাজার হাজার দর্শক।ফাইনাল ম্যাচে ধারাভাষ্য দিয়ে খেলা প্রানবন্ত করে তুলেন প্রদ্যূৎ কুমার।
উক্ত অনূষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা -২ আসনের সংসদ সদস্য ড.শ্রী বীরেন শিকদার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল-হাসান, উপজেলা আ.লীগের সভাপতি অ্যাডঃ শ্যামল কুমার দে , উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইলিয়াছুর রহমান,শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস,উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ মুন্সি প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন ঝন্টু।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ড.শ্রী বীরেন শিকদার বলেন,করোনা ভাইরাসের কারণে দীর্ঘ সময় মাঠে কোন ধরনের খেলা গড়াইনা। দীর্ঘদিন পর মাগুরা জেলার শালিখায় চমৎকার একটি সফল টুর্নামেন্ট আয়োজন হয়েছে।আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ঝন্টুকে কারণ এই রকম চমৎকার একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য।বিশেষ করে ধন্যবাদ দিতে চাই এলাকার দর্শকদের কারণ ফাইনাল ম্যাচ উপভোগ্য করেছেন এই হাজারও দর্শক। হাজার হাজার দর্শক শু-শূঙ্খলভাবে খেলা উপভোগ করেছেন।
চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার।
Like this:
Like Loading...