মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শালিখায় মাগুরা পুলিশ সুপার জহিরুল ইসলামের নির্দেশনায় শালিখা থানা অফিসার ইনচার্জ তারক বিশ্বাসের তদারকিতে শালিখা থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মাসুম বিল্লার নেতৃত্বে এএসআই তৌহিদ, এএসআই রিপন সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে দেবাশিস মন্ডল(২৪) নামে এক গাঁজা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল সোমবার দিনব্যাপী ছদ্দবেশী অভিযান চালিয়ে রাত সাড়ে ৮ টার দিকে শালিখা থানায় একাধিক মামলার আসামি উপজেলার দিঘলগ্রামের মৃত আব্দুল হামিদ বিশ্বাসের এর পুত্র উজ্জলের বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত দেবাশিস মন্ডল উপজেলার দীঘল গ্রামের নারায়ণ মন্ডলের পুত্র। এ সময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে যার আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষাধিক টাকা। এ ব্যাপারে শালিখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটা মামলা দায়ের করা হয়েছে।