বিশেষ প্রতিবেদক-
খুলনা বিভাগের একমাত্র সরকারী অনুমোদন প্রাপ্ত মাগুরা প্রফুল্ল সিংহ
আর্য়ুুবেদিক মেডিকেল কলেজের একাডেমিক ও প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর
স্থাপন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে মাগুরা সদর উপজেলার লক্ষীকান্দর নামকস্থানে মাগুরা জেলা প্রশাসক ও মেডিকেল কলেজের পরিচালনা পরিষদের সভাপতি ড: আশরাফুল আলম এই ভিত্তি প্রস্তর স্থাপন করেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কবিরাজ বাবুল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও মেডিকেল কলেজের পরিচালনা পরিষদের সভাপতি ড: আশরাফুল আলম ,কলেজের পরিচালনা কমিটির সদস্য ও সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু , কলেজের পরিচালনা কমিটির সহ-সভাপতি প্রবীন শিক্ষাবিদ খান জিয়াউল হক, কলেজের সাবেক অধ্যাক্ষ কবিরাজ তপন কুমার বসু প্রমুখ। বিশেষ অতিথি ছিলেন কলেজের পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট রতন কুমার মিত্র, কলেজের পরিচালনা কমিটির সদস্য রানা আমির ওসমান রানা , কলেজের পরিচালনা কমিটির সদস্য ডা: কাজী তাসুকুজ্জামান, কলেজের পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট মোখলেছুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে কলেজের পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ , শিক্ষকবৃন্দ , শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। শহরের লক্ষীকান্দর এলাকায় নিজস্ব ৩৭ শতক জমিতে প্রায ৫০ লক্ষ টাকা ব্যায়ে প্রফুল্ল সিংহ আর্য়ুবেদিক মেডিকেল কলেজের একাডেমিক ও
প্রশাসনিক ভবন নির্মাণ করা হবে। দুই শতাধিক শিক্ষার্থী নিয়ে বর্তমানে
অস্থায়ী ক্যাম্পাসে এই প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম চলছে। ১৯৯৫ সালে এই
কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল।