মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক –
মাগুরার শালিখা উপজেলার গ্রাম্য রাস্তাগুলো রক্ষণাবেক্ষণে তদারকির অভাবে অধিকাংশ রাস্তা চরম ঝুঁকির মধ্যে পড়েছে।কোন কোন রাস্তা নির্মাণের ছয় থেকে আট মাসের মধ্যে ধসে গিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।এমন দৃশ্য শালিখার সব রাস্তায় দেখা যায়।
লাখ লাখ টাকা ব্যায়ে নির্মিত এইসব রাস্তার দুই পাশে পর্যাপ্ত মাটি না দেওয়ায় কোথাও আবার রাস্তার সাথের জমি থেকে গর্ত করে পাশ কেটে জমি তৈরি করায় এ অবস্থার সৃষ্টি হয়।
সরকারি আইন অনুসারে রাস্তার পাশে কমপক্ষে ১০ ফিট দূরত্ব রেখে গর্ত খোরা বা কোন স্থাপনা তৈরির নির্দেশনা থাকলেও শালিখায় এই সব নিয়ম মানা হয়নি।
শালিখার নির্বাহি কর্মকর্তা গোলাম মোঃ বাতেন ওই আইন ভঙ্গের দায়ে তালখড়ি ভায়া নাঘোসা সড়কের পাশে পুকুর কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলার বিভিন্ন এলাকার রাস্তা ঘুরে দেখা যায়, হরিশপুর থেকে নারিকেল সড়ক, পোড়াগাছি থেকে গোপালগ্রাম সড়ক,নরপতি-রামপুর সড়ক,তালখড়ী দিঘলগ্রাম সড়ক, চতুরবাড়ীয়া থেকে ভুলবাড়িয়া সড়কসহ প্রায় সব রাস্তার কোন না কোন অংশে ঝুঁকির সৃষ্টি হয়েছে।এ ব্যাপারে সাধারণ জনগণ কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করেছেন।
Like this:
Like Loading...