শালিখায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক প্রতি ইঞ্চি জমির সর্বোত্তম ব্যবহারের লক্ষ্যে এবং নতুন জাত সম্প্রসারণের মাধ্যমে ফলন বৃদ্ধির উদ্দেশ্যে শালিখা উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে ৯ হাজার ৪ শত ৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী জাতের সরিষা, ভূট্টা, গম, পেঁয়াজ, মুগ, মসুর বীজ ও সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন মাগুরা-২ আসনের মাননীয় সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আলমগীর হোসেন।

পরে উপজেলা মুক্তমঞ্চে এ উপজেলা প্রশাসন আয়োজিত এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট কামাল হোসেন, শালিখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড: শ্যামল কুমার দে, সাধারণ সম্পাদক ইলিয়াচুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, জেলা পরিষদের সদস্য আবু হানিফ মুন্সি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বক্কর মাস্টার, সহকারী কমিশনার (ভূমি) উম্মে তাহমিনা মিতু, অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ শাহিনুজ্জামান।

এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দসহ শালিখা উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা কৃষি বান্ধব সরকারের কৃষি উন্নয়নে নানাবিধ কর্মসূচির ভুয়সী প্রশংসা করেন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষি বিভাগের প্রশাংসা করে কৃষকদেরকে কৃষিপণ্য উৎপাদন বৃদ্ধি করার জন্য আন্তরিক ভাবে কাজ করার আহবান জানান।

অনুষ্ঠান শেষে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রতিজন কৃষককে বিঘা প্রতি সরিষার বীজ ১ কেজি, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার এবং পেঁয়াজের জন্য প্রতিজন কৃষককে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার, মসুর ও মুগের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি সার, গম চাষীদেরকে জন্য ২০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার, ভূট্টার জন্য ২ কেজি বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।

December ২০২৩
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

December ২০২৩
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: