বিশেষ প্রতিবেদক-
মাগুরায় ইউ রির্পোটিং ওরিয়েন্টেশন এ্যান্ড ফিল্ড টেস্টিং অফ বাংলা অফলাইন মোবাইল অ্যালিকেশন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার জেলা মডেল মসজিদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত
হয়। এতে প্রধাান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন
মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। জেলা তথ্য অফিসার পাভেল
দাসের সভাপতিত্বে ওরিয়েন্টেশন কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা
ইউনিসেফের চীফ মো: কাওছার হোেেসন, নড়াইল জেলা তথ্য কর্মকর্তা মো:
ইব্রাহীম আল মামুন, মাগুুরা জেলা ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ
মনিরুজ্জামান। কর্মশালায় মূলপ্রবন্ধ ঊপস্থাপন করেন ইউনিসেফের প্রতিনিধি
শিহাব উদ্দিন সানি।
মাগুরা জেলা তথ্য অফিসের আয়োজনে ও ইউনিসেফের
সহযোগিতায় দিনব্যাপী এ ওরিয়েন্টেশন কর্মশালায় নড়াইল ও মাগুরা জেলার মোট
৫০ জন কিশোর কিশোরী অংশ নেয় ।