মাগুরা জার্নালিস্ট নেটওয়ার্কের যাত্রা শুরু

বিশেষ প্রতিবেদক-

সাংবাদিকদের সম্পৃতি বাড়ানো, দক্ষতা বৃদ্ধি ও নিরাপত্তায় নতুন একটি সংগঠন যাত্রা শুরু করেছে। মাগুরা জার্নালিস্ট নেটওয়ার্ক নামে সংগঠনটিতে সারা বিশ্বে সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত মাগুরার মানুষ সদস্য হতে পারবেন। গতকাল সন্ধ্যায় মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভার মাধ্যমে সংগঠনটি আত্নপ্রকাশ করে। সেখানে মাগুরা জার্নালিস্ট নেটওয়ার্কের সাত সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
মাগুরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সাংবাদিক এ্যাড. নাজিমুল ইসলাম সিদ্দিকী আরজু, আজকের কাগজ পত্রিকার সাবেক চিফ ফটোগ্রাফার মুক্তিযোদ্ধা মতিউর রহমান টুকু, মাগুরা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও এনটিভির স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম শফিক, ইন্ডিয়া টুডে গ্রুপের কনসালটিং এডিটর শহিদুল হাসান খোকন, মানবজমিন পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি শাহীন আলম তুহিন, বাংলা ভিশন টেলিভিশনের মাগুরা জেলা প্রতিনিধি রবিন শরীফ প্রমুখ।

সভা থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে ঢাকাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত সবার সাথে পারস্পরিক সহযোগিতায় একটি প্লাটফরম তৈরীর প্রয়োজনীয়তার কথা জানানো হয়। একই সাথে স্থানীয় সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিতে নানা পদক্ষেপ নেওয়ার তাগিদ দেওয়া হয়।
সভায় জানান হয় গত ৬ মাস ধরে মাগুরা ও ঢাকায় সরাসরিসহ ভার্চুয়াল প্লাটফর্মে প্রায় এক ডজন মিটিং শেষে সাত সদস্যের একটি আহবায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।
নতুন এই সংগঠনে আহবায়কের দায়িত্ব পেয়েছেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের ঢাকা অফিসে কর্মরত জ্যেষ্ঠ সাংবাদিক রবিন শামস। সদস্য সচিব হয়েছেন এখন টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক ও দৈনিক সংবাদের মাগুরা জেলা প্রতিনিধি রূপক আইচ। আহবায়ক কমিটির অন্য সদস্যরা হলেন দৈনিক প্রথম কথার যুগ্ম সম্পাদক সুনীতি কুমার বিশ্বাস, ইন্ডিয়া টুডে গ্রুপের কনসাল্টিং এডিটর শাহিদুল হাসান খোকন, ডিবিসি নিউজের মাগুরা জেলা প্রতিনিধি ফয়সাল পারভেজ, সময় টেলিভিশনের মাগুরা জেলা প্রতিনিধি শেখ ইলিয়াস মিথুন ও দৈনিক প্রথম আলোর মাগুরা জেলা প্রতিনিধি কাজী আশিক রহমান। এই কমিটি আগামী তিন মাসের মধ্যে গঠনতন্ত্র প্রনয়ন, সদস্য সংগ্রহ, একাধিক কর্মশালা আয়োজনসহ পূর্ণাঙ্গ কমিটি গঠনে কাজ করবে।

September ২০২৩
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৩
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
%d bloggers like this: