বিশেষ প্রতিবেদক-
“রুপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তরভক্তিমূলক বিশ্বগঠন” এই প্রতিপাদ্যে আজ মাগুরায় ১৬ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। দিনটি পালন উপলক্ষে মাগুরা জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর, প্রতিবন্ধী সেবা ও
সাহায্য কেন্দ্রের আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের
সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাগুরা জেলা প্রসাসক মোহাম্মদ আবু নাসের বেগ আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা
প্রসাসক মো: আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন, সিভিল সার্জন শহিদুল্লাহ দেওয়ান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আশাদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ, ও স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্টানে
সমাজসেবা অধিদপ্তর, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা, কর্মচারী ও প্রতিবন্ধী স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে
জেলা প্রসাসক মোহাম্মদ আবু নাসের বেগ ২ জন প্রতিবন্ধীদের মাঝে ট্রাইসাইকেল বিতরন করেন।