বিশেষ প্রতিবেদক-
আজ বিকালে মাগুরা ঝিনাাইদহ সড়কের মাগুরা সদর উপজেলার ইছাখাদা নামকস্থানে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আহত
হয়েছেন আরো দুইজন । পুলিশ সুত্রে জানাযায় , মাগুরা- ঝিনাইদহ সড়কের ইছাখাদা
নামকস্থানে দ্রুতগামী মোটারসাইকেল সড়কের পিলারে ধাক্কা দিলে নিরব নামে এক মটরসাইকেল আরোহী নিহত এবং অপর দুইজন আহত হয়েছে। আহত দুইজনকে মাগুরা ২৫০ শর্য়্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাগুরা রামনগর হাইওয়ে পুলিশের ওসি লিয়াতক আলী জানান , সড়ক দূর্ঘটনায় একজন নিহত হয়েছে।