বিশেষ প্রতিবেদক-
আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য মাগুরা জেলা পরিষদ নির্বাচন ২০২২ উপলক্ষে ভোট গ্রহন কর্মকর্তাদের ২ দিন ব্যাপী প্রশিক্ষন আজ শেষ হয়েছে। মাগুরা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. আশরাফুল আলম প্রশিক্ষনের উদ্ধোধন করেন। প্রশিক্ষনের ২৮ জন কর্মকর্তা অংশ গ্রহন করেন। মাগুরা জেলার ৪ টি উপজেলায় ৪ টি কেন্দ্রে ৪ জন প্রিজাইডিং অফিসার ও ১১ জন সহকারী প্রিজাইডিং অফিসার ২ দিন ব্যাপী এই প্রশিক্ষন কর্মশালায় অংশগ্রহন করেন।
চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী, ৪ টি সদস্য পদে ১৯ জন প্রার্থী ও মহিলা সংরক্ষিত
সদস্য পদে ৩ জন প্রার্থী প্রতিদন্দিতা করছেন। শালিখা ও মহম্মদপুর উপজেলায়
মহিলা সংরক্ষিত সদস্য পদে নাজনীন রব্বানী বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত
হয়েছেন। মাগুরা জেলার ৪ টি উপজেলায় মোট ৪৯২ জন ভোটার ভোটাধিকার
প্রয়োগ করবেন। আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্নভাবে
ভোট গ্রহনের জন্য মাগুরা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. আশরাফুল আলম
ইতিমধ্যে সকল ব্যাবস্থা সম্পন্ন করেছেন।