বিশেষ প্রতিবেদক-
মাগুরা ১ আসনের সংসদ সদস্য. এ্যাডভোকেট. সাইফুজ্জামান শিখর বলেছেন, বীর মুক্তিযোদ্ধারা জাতীর শ্রেষ্ঠ সন্তান বাঙ্গালীরা কোন দিন তাদের অবদান ভুলবে না।
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ডাকে সাড়া দিয়ে বীর মুক্তিযোদ্ধারা নিজের জিবন বাজী রেখে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিল। তিনি আজ মাগুরা
জেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত সৈয়দ আতর আলী পাঠাগার প্রাঙ্গনে অনুষ্টিত প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোল্লা নবুয়ত আলীর স্মরন সভায় প্রধান অতিধিরবক্তৃতায় এসব কথা বলেন। মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম এর সভাপতিত্বে অনুষ্টিত এই স্মরন সভায় বক্তৃতা করেন, মাগুরা জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুন্সি রেজাউল ইসলাম, মাগুরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিয়োদ্ধা আবু নাসির বাবলু ও বীর মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ। স্মরন সভা শেষে প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনা ও দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।