মাগুরায় বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের বাধা, আহত-১। Magura news

বিশেষ প্রতিবেদক-

পুলিশী বাধা ও চেয়ার ছোড়াছুড়িতে মাগুরা জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ। প্রধান অতিথির বক্তব্য চলাকালীন পন্ড হয়ে গেছে। এ সময় আহত হয়েছে
বিএনপির অঙ্গ সংগঠনের এক নেতা ।

আজ দুপুর ১২ টায় বিএনপি শহরের ইসলামপুর পাড়া দলীয় কার্যলয়ে দ্রব্য মূল্য উর্ধ্বগতিসহ একাধিক দাবীতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ এর সভাপতিত্বে শুরুতে শান্তিপুর্ণভাবে সভা শুরু হয়। প্রথমে জেলা পর্যায়ের নেতা কর্মীরা বক্তব্য রাখেন। সর্বশেষ প্রধান অতিথি বিএনপির কেন্দ্রিয় নেতা জয়নাল আবেদীন ফারুক বক্তব্য শুরু করেন।

এ সময় মাইক ব্যবহারের পূর্বানুমতি না থাকায় পুলিশ তার ব্যবহৃত মাইক কেড়ে নেয়। এ ঘটনায় বিএনপি দলীয় নেতা-কর্মীদের মাঝে উত্তেজনা ও পুলিশকে উদ্দেশ্য ক’রে চেয়ার ছোড়াছুড়ি শুরু হলে বিক্ষোভ সমাবেশ পন্ড হয়ে যায়। এ সময় জেলা যুবদলের আহবায়ক ওয়াসিকুর রহমান কল্লোল আহত হন। আহত মধ্যে যুব দলের ওয়াসিকুর রহমান কল্লোল মাগুরা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আহসান হাবিব কিশোর দাবী করেন, পুলিশ হামলায় তাদের এ তিন নেতা আহত হয়েছেন। তবে মাগুরা সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) নাসির উদ্দিন বলেন, ‘ মাইক ব্যবহারের পূর্বানুমতি না থাকায় দুইজন পুলিশ সদস্য গিয়ে শুধু মাইক বন্ধ করে দিয়েছে।বিএনপির সমাবেশে পুলিশ কোন লাঠিচার্জ কিম্ব হামলা করেনি। মাইক বন্ধ করে

দেয়ার ক্ষোভে নিজেরা চেয়ার ছোড়াছুড়ি করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে বিএনপি
নেতাকর্মীরা। তাদের ছোড়া চেয়ারে তারাই আহত হয়েছে’।

September ২০২৪
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৪
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
%d bloggers like this: