মাগুরানিউজ.কম:
মাগুরা সদর উপজেলার মাগুরা-যশোর সড়কের ভাবনহাটিতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে অজ্ঞাত এক নারী (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৩টার দিকে সীমাখালি থেকে ছেড়ে আসা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় বাসের এক নারী যাত্রী ঘটনাস্থলেই নিহত ও কমপক্ষে ২৫ জন আহত হন। খবর পেয়ে মাগুরা ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল গিয়ে তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে।
আহতদের মধ্যে ১৫জনকে মাগুরা ২৫০শর্য্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।
আহতরা হলেন তন্দ্রা, সাউদা, শান্তনা, মাছুম, রায়হান, শফি ইসলাম, সোহেল, সম্রাট, আমেনা, রিয়াজুল, দূর্গাপদ, শান্তিলতা, লিটন, দেলজান, জবেদা, পলাশ, রকি ও বাদশা।