বিশেষ প্রতিবেদক-
মাগুরা সদর উপজেলার আসবা গ্রামে গত বছরের ৭ নভেম্বর গরু
চুরি প্রতিরোধের সময় ট্রাক চাপায় কৃষক হত্যার ঘটনায় জড়িত আন্তঃজেলা
গরু চোর চক্ররের ৫ সদস্যকে রবিবার গতকাল গভীর রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। এ
সময় তাদের কাছ থেকে চোরাই কাজে ব্যবহৃত একটি ট্রাকসহ চুরি যাওয়া
আনুমানিক ১২ লাখ টাকা মুল্যের ১১টি গরু উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার দুপরে ২ টায় মাগুরা সদর থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ
বিষয়ক তথ্য উপস্থাপন করেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান। এ সময়
জানানো হয়, গ্রেপ্তারকৃত গরু চোর চক্রের সদস্যরা হচ্ছে মাগুরা সদর উপজেলার
আজমপুর গ্রামের লোকমান মুন্সির ছেলে মো. কাজল (২৭), ফরিদপুর জেলার মধুখালী
উপজেলার চানপুর গ্রামের হারুন বিশ্বাসের ছেলে মনিরুল ইসলাম (২৫), একই
জেলার সালথা উপজেলার বড়কান্দিয়া গ্রামের লালন তালুকদারের ছেলে হাবিল (২৪),
একই থানার কান্দিয়া গ্রামের সাদেক খানের ছেলে মো. মাসুদ (৩০), একই
উপজেলার সিংহপ্রতাপ গ্রামের মুজিবর শিকদারের ছেলে বিল্লাল শিকদার (৩০)।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, গত ৭ নভেম্বর
মধ্যরাতে একটি সংঘবদ্ধ গরু চোর চক্র ট্রাক নিয়ে শালিখা উপজেলার পুকুরিয়া
গ্রামে সাহেব আলীর বাড়ি থেকে গরু চুরি করে। চুরির বিষয়টি টের পেয়ে
সাহেব আলীর ছেলে সাজ্জাদ হোসেন মোটরসাইকেল নিয়ে ওই ট্রাকের পিছু নেয়।
মাগুরা সদর উপজেলার আসবা গ্রামের মধ্যে গরু ভর্তি ট্রাক থামাতে গেলে তাকে
ট্রাক চাপায় হত্যা করে চোররা পালিয়ে যায়।
এ বিষয়ে ৮ নভেম্বর সাজ্জাদের স্ত্রী মিতু বেগম শালিখা থানায় একটি হত্যা মামলা করেন। যার তদন্তে ১২ সদস্যের আন্ত:জেলা চোর চক্রের সন্ধান পায় পুলিশ। পুলিশের অব্যাহত অভিযানের এক পর্যায়ে গতকাল রবিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ ও সদর থানা পুলিশ সংঘবদ্ধ চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করে। পরে তাদের স্বীকারোক্তিতে মাগুরা জেলায় বিভিন্ন সময় চুরি হওয়া ১১টি গরু উদ্ধারসহ চোরাই কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা পুলিশী প্রাথমিক জিজ্ঞাসাবাদে ৭ নভেম্বর পুকুরিয়া গ্রামে গরু চুরি ও এসময় চুরিতে বাধা দেয়ায় ট্রাক চাপায় সাজ্জাদ হোসেনকে ট্রাক চাপায় হত্যার কথা স্বীকার করেছে।