বিশেষ প্রতিবেদক-
“খেলাধুলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উপলক্ষে আন্ত: উপজেলা বালক-বালিকা (অনুর্ধ্ব-১৬) ব্যাডমিন্টন টুর্নামেন্ট আজ সোমবার থেকে মাগুরা শেখ কামাল ইনডোর
ষ্টেডিয়ামে শুরু হয়েছে। বিকালে মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান এই ব্যাডমিন্টন টুর্নামেন্টে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শুভ উদ্ধোধন করেন।
মাগুরা জেলা ক্রীড়া অফিস আয়োজিত এই ব্যাডমিন্টন টুর্নামেন্টে মাগুরা জেলার ৪ টি উপজেলার বালক দলে ১২ জন ও বালিকা দলে ১২ জন করে মোট ২৪ জন প্রতিযোগী অংশ
গ্রহন করছে। জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত ব্যাডমিন্টন টুর্নামেন্টে বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক হাজী মুকবুল হোসেন ও স্থানীয় নেতৃবৃন্দ। আন্ত: উপজেলা বালক-বালিকা (অনুর্ধ্ব-১৬) ব্যাডমিন্টন টুর্নামেন্ট এলাকার ক্রীড়ামোদীগন উপভোগ করে।