বিশেষ প্রতিবেদক-
মাগুরায় উপজেলা পর্যায়ে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ আজ
মাগুরা কালেক্টরেট প্রাঙ্গনে উদ্ধোধন করা হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্ধোধন করেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। অনুষ্ঠানে বক্তিতা করেন সদর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু নাছির বাবলু ও স্থানীয় নেতৃবৃন্দ। উদ্ধোধনী অনুষ্ঠানে আলোচনা সভা শেষে জেলা প্রশাসক ড. আশরাফুল আলম স্টল পরিদর্শন করেন। এবারের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ২৫ টি স্টল স্থান পেয়েছে।