বিশেষ প্রতিবেদক-
আজ মঙ্গলবার মাগুরা পাক হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধাদের আক্রমনের মুখে টিকতে না পেরে পাক হানাদার বাহিনী মাগুরা শহর ছেড়ে গড়াই নদী পার হয়ে কামারখালীতে গিয়ে অবস্থান নেয়। মুক্তিযোদ্ধারা মাগুরা শহরে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। দিনটি পালন উপলক্ষে মাগুরা জেলা প্রশাসন
নানা কর্মসুচির আয়োজন করেন। সংসদ সদস্য. এ্যাডভোকেট. সাইফুজ্জামান শিখর , সংসদ সদস্য. ড. বীরেন শিকদার, জেলা প্রশাসক ড: আশরাফুল আলম, পুলিশ সুপার
জহিরুল ইসলাম , জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পংকজ কুমার কুন্ডু ও জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ফাত্তাহ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে নোমানী ময়দানে শহীদ স্মৃতিস্তম্ভে পূস্পস্তবক অর্পন করেন। মাগুরা মুক্ত দিবসের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আছাদুজ্জামান মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম এর
সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য. এ্যাডভোকেট. সাইফুজ্জামান শিখর, সংসদ সদস্য ড. বীরেন শিকদার, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পংকজ কুমার কুন্ডু ও জেলা আওয়ামীলীগের
সভাপতি আব্দুল ফাত্তাহ ও স্থানীয় নেতৃবৃন্দ।