বিশেষ প্রতিবেদক-
মাগুরা জেলার ৩৩৩ জন গ্রামপুলিশের মাঝে জেলা প্রশাসনের দেয়া বাইসাইকেল বিতরন অনুষ্ঠান আজ সোমবার দুপুরে শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সংসদ সদস্য. এ্যাডভোকেট. সাইফুজ্জামান শিখর আনুষ্ঠানিকভাবে মাগুরা জেলার ৪ টি উপজেলার ৩৬ টি ইউনিয়নের ৩৩৩ জন গ্রামপুলিশের মাঝে এই বাইসাইকেল বিতরন করেন।
মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বাইসাইকেল বিতরন অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. আশরাফুল আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদ এর চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পংকজ কুমার কুন্ডু, অতিরিক্ত জেলা প্রসাসক আফাজ উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু নাছির বাবলু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল ও সদর উপজেলা নির্বাহী
কর্মকর্তা ইয়াছিন কবির।
অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, গ্রামপুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংসদ সদস্য. এ্যাডভোকেট. সাইফুজ্জামান শিখর বলেন, গ্রামপুলিশের সহায়তা দানে প্রধানমন্ত্রী এ সকল ব্যাবস্থ্য গ্রহন করেছেন । এর ফলে গ্রামপুলিশের আইন শৃঙ্খলা রক্ষা কাজে উপকৃত হবে।